রবিবার, ২৮ মে ২০২৩, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে : শাহাদাত

প্রকাশিতঃ ১৮ জানুয়ারী ২০২২ | ৯:২৩ অপরাহ্ন


চট্টগ্রাম : সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে দক্ষিণ বাকলিয়ায় বউ বাজারে কারাবন্দী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শামীমের পরিবারের খোঁজ নিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান ভোটারবিহীন সরকার বিএনপিসহ বিরোধী পক্ষকে ঘায়েল করতে মরিয়া হয়ে উঠেছে। তাই রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ এই সরকারের যত ভয়। এই সরকার দেশের মানুষের গণতান্ত্রিক সব অধিকার হরণ করছে। সরকারের বর্বরতা, স্বৈরাচারী আচরণ, মামলা হামলা, লুট, নৈরাজ্য অতীতের সব স্বৈরাচারী শাসকদের হার মানিয়েছে। এই স্বৈরাচার সরকার আর বেশি দিন টিকে থাকতে পারবে না। সরকার পতনের পদধ্বনি শোনা যাচ্ছে।

ডা. শাহাদাত হোসেন বলেন, অনির্বাচিত ভোট ডাকাতির নির্বাচনের মাধ্যমে জোর করে রাষ্ট্র ক্ষমতা দখলকারী বর্তমান সরকার দেশব্যাপী বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করে ভয়াবহ দুঃশাসনের এক জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। সারাদেশে বিরোধীদলের উপর নির্যাতন চালিয়ে দেশকে ত্রাসের রাজ্যে পরিণত করেছে। বিএনপির আন্দোলনকে দমানোর জন্য মিথ্যা মামলায় নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। তিনি গ্রেপ্তারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তি দাবি করেন।

এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিঠির সদস্য গাজী সিরাজ উল্লাহ, বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. এম. আই চৌধুরী মামুন, ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী নবাব খান, বিএনপি নেতা এ. কে খান, হাজী ইউনুস, মো. মঞ্জুর, মো. খোরশেদ আলম, মো. কামরুল ইসলাম, গুলজার হোসেন লেদু, মহিলাদল নেত্রী রেজিয়া বেগম মুন্নি, কামরুননাহার, রেনুকা বেগম, যুবদল নেতা আসাদুর রহমান টিপু, ইয়াকুব খান বাবু, আবু বক্কর, মো. দুলাল, মো. সেলিম, আজাদ খান, নসুরুল্ল্যা খান নসু, মো. নবী, ইউনুস, মো. জসিম, মো. জাকির, গাজী শওকত, মো. জামশেদ, মো. বাবুল, মো. মিনহাজ, মো. সাঈদ, মাহাবু, আব্দুল্লাহ, মো. ফারুক, মো. শফিক, মো. বারেক, মো. জনি, হীরা, সাঈদ, ফারুক, ওয়াসিম, ইকবাল, বেলাল, মো. ওমর, মো. ইমন প্রমুখ।