চট্টগ্রাম : শুল্ক আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় দুই রাজস্ব কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ শেখ আশফাকুর রহমানের আদালতে বৃহস্পতিবার দুপুরে তারা জামিনের আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা (সাবটিম-১২ ও অতিরিক্ত দায়িত্ব প্রশাসন শাখা) নাছির উদ্দিন মাহমুদ খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রবিউল ইসলাম মোল্যা।
সুত্রটি জানায় ‘২০২১ সালের ২৪ নভেম্বর সরকারি রাজস্ব আত্মসাতের অভিযোগে এই দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করে দুদক।
এজাহারে বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বরে চীন থেকে আমদানি করা একটি চালান থেকে তারা ২৪ লাখ ৩৩ হাজার ৫০২ টাকা আত্মসাৎ করেছেন।
এই মামলায় আজ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
গত বছরের ২৪ নভেম্বর দুদকের ঢাকা অফিসের উপপরিচালক (ডিডি) আবু সাঈদ চট্টগ্রাম দুদকের ইন্টিগ্রেটেড অফিস-১-এ তাদের বিরুদ্ধে মামলাটি করেন।