চট্টগ্রাম : চট্টগ্রাম নগরে বীর মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলা ও হত্যার হুমকি দিয়ে জায়গা ও দোকান দখলের অপচেষ্টা রুখতে সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস. রহমান হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ আহ্বান জানান তারা।
এ সময় বীর মুক্তিযোদ্ধা মো. জাকির হোসেন চৌধুরী বলেন, লালখান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু গত ৩ জানুয়ারি সকালে দলবল নিয়ে আমার বসতভিটে ও দোকান ঘরে হামলা চালিয়ে দখল করার অপচেষ্টায় চালায়। এই ব্যাপারে থানায় অভিযোগ করলে তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার উপর হামলা করে।
তিনি বলেন, সকল কাগজপত্র ঠিক থাকলেও অন্যায়ভাবে দোকান দখল নিতে হত্যার হুমকিও দিচ্ছে। এমন অবস্থায় আমাকে সহায়তা করার জন্য সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বায়েজিদ বোস্তামী থানা কমান্ডার মুক্তিযোদ্ধা খুরশীদ আলম, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা হারুন আল রশীদ।