গাজী শাহজাহান জুয়েলসহ বিএনপির দুই নেতাকে অব্যাহতি

চট্টগ্রাম: দলীয় কর্মকান্ড থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গাজী শাহজাহান জুয়েল এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য সচিব কাজী আব্দুল্লাহ আল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার বিএনপির সহ দপ্তর সম্পাদক বেলাল আহমদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়েছে, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক বিএনপির সকল পর্যায়ের পদ থেকে এ দুই নেতাকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। আব্যাহতি পাওয়া দুই নেতা এখন থেকে দলের কোনো সাংগঠনিক কর্মকান্ডে লিপ্ত থাকতে পারবেন না।

এতে আরও লেখা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবুর রহমান শামীমকে তার দায়িত্ব যথাযথভাবে ও সতর্কতার সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত সাম্প্রতিক সময়ে কোন্দলের জেরে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির প্রতিনিধি সভায় দুই পক্ষে সংঘাতের ঘটনা ঘটে। এতে পন্ড হয়ে যায় প্রতিনিধি সভা। এরই প্রেক্ষিতে দুই নেতাকে অব্যাহতি দিল বিএনপি।