আদালতের নির্দেশে ১৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায়


চট্টগ্রাম : চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমানের নির্দেশে বন্ধককৃত “খ” তফশীলোক্ত সম্পত্তি নিলামে বিক্রির মাধ্যমে খেলাপি ঋণের বিপরীতে এক মামলায় ১৬ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, ৬০ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকা পাওনা আদায়ে মেসার্স পাকিজা এন্টারপ্রাইজের বিরুদ্ধে ২০১৭ সালের ২৫ জানুয়ারি জারি মামলা দায়ের করে ইস্টার্ন ব্যাংকের আগ্রাবাদ শাখা।

ব্যাংকের দাবি, ৬০ কোটি ৮৯ লাখ ৬৪ হাজার ৮৭২ টাকার বিপরীতে বাদীর বন্ধককৃত “খ” তফশীলোক্ত সম্পত্তি নিলামে বিক্রির মাধ্যমে খেলাপি ঋণের বিপরীতে আজ রোববার ১৬ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। অবশিষ্ট পাওনা আদায়ের জন্য মামলা চলমান রয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেন অর্থঋণ আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।