আবারও বেড়েছে রডের দাম


ঢাকা : আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপ লোহার দাম বৃদ্ধির জের ধরে দেশে রডের দাম বাড়তে শুরু করেছে। গত এক সপ্তাহের ব্যবধানে কোম্পানি ভেদে রডের দাম টন প্রতি ৩ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।

এর আগে গত বছরের নভেম্বরে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছায় রড। তখন ভালো মানের বা ৬০ গ্রেডের ওপরে এক টন রড খুচরা পর্যায়ে ৮১ হাজার টাকার ওপরে উঠে যায়।

ইতিহাসের সর্বোচ্চ দাম স্পর্শ করার পর ডিসেম্বরে এসে কমতে শুরু করে রডের দাম। ৮১ হাজার টাকা থেকে কমে চলতি বছরের শুরুর দিকে ৭৬ হাজার টাকায় চলে আসে। তবে এক সপ্তাহ ধরে আবার বাড়তে শুরু করেছে রডের দাম। এতে ভালো মানের এক টন রড ৮০ হাজার টাকায় উঠেছে।

গত এক সপ্তাহে বাজারে স্ক্র্যাপের দাম বেশ বৃদ্ধি পায়। স্ক্র্যাপ লোহার খনি হিসেবে স্বীকৃত পুরানো জাহাজের দাম টনপ্রতি ৩৫ ডলার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ৬শ’ ডলারে যে জাহাজ বিক্রি হচ্ছিল এক সপ্তাহের ব্যবধানে তা ৬৩০/৬৩৫ ডলারে উন্নীত হয়েছে। আন্তর্জাতিক বাজারে স্ক্র্যাপের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশে শিপ ব্রেকিং ইয়ার্ডে লোহার দাম বেড়ে গেছে।

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, আমাদের ধারণা সামনে অস্বাভাবিক কিছু না হলে রডের দাম আরও বাড়বে। কারণ প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চে নির্মাণ কাজ বেশি হয়। তাই এই সময়ে রডের চাহিদাও বেশি থাকে। এরই মধ্যে রডের চাহিদা বাড়তে শুরু করেছে। করোনার কারণে কাজকর্ম বন্ধ না হয়ে গেলে সামনে রডের চাহিদা আরও বাড়বে। সেক্ষেত্রে রডের দাম ৮২-৮৩ হাজার টাকা হয়ে গেলে আমরা অবাক হবো না।