
চট্টগ্রাম : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ।
এদিন চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।
শনিবার (২৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৬টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
নতুন আক্রান্ত ৫৬১ জন নগরের ও ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৮ হাজার ১২ জন। এর মধ্যে নগর এলাকায় ৮৬ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩১ হাজার ৯২৭ জন।
এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৫৪ জনের মধ্যে ৭৩০ জন নগর এবং ৬২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, এ পরিস্থিতিতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই।
