
ঢাকা : পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বার্ষিক সম্মেলন-২০২২ ‘ডিজিটাল প্লাটফর্ম ব্যবহারের মাধ্যমে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে কোম্পানির চেয়ারম্যান জাফর আহমেদ পাটোয়ারী উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির প্রাক্তন চেয়ারম্যান প্রকৌশলী এম. আবু তাহের, শাহাজাদা মাহমুদ চৌধুরী ও মো. আবুল বাশার।
বর্তমান পরিচালনা পর্ষদের পরিচালক আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, মো. মাহবুবুর রহমান পাটোয়ারী, এ. কে. এম. আমিনুল মান্নান, শোভিত বিকাশ বড়ুয়া এবং দিলশাদ আহমেদ উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন।
এছাড়া কোম্পানির উপদেষ্টা প্রকৌশলী এম. এইচ. খালেদ, মুখ্য নির্বাহী কর্মকর্তা এস.এম. আজিজুল হোসেন ও কোম্পানি সচিব শেখ মো. সরফরাজ হোসেন ও প্রধান কার্যালয় এবং শাখা অফিসগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত সম্মেলনে সংযুক্ত ছিলেন।
সম্মেলনে শাখাগুলোর ২০২১ সালের কার্যক্রম পর্যালোচনা ও মূল্যায়ন করা হয় ও তদনুযায়ী কর্মকর্তাদের নাম ঘোষণা করা হয়। এছাড়া ২০২২ সালের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণপূর্বক সকলকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের নিয়মনীতি মেনে কাজ করার এবং করোনাভাইরাসের বিস্তার রোধকল্পে গৃহীত সকল কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত করার নির্দেশনা দেয়া হয়।
