দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫০১


ঢাকা : দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১ জনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা ছিল ৩৪। এদিকে, একই সময়ে করোনাভাইরাসের নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জনের শরীরে। আগের দিন সংক্রমণ শনাক্ত হয় ১২ হাজার ১৮৩ জনের শরীরে।

এই সময়ে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার ২৯ দশমিক ৯৯ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৮ দশমিক ৩৩ শতাংশ। সে হিসাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার বেড়েছে।

সোমববার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীরের সই করা করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।