নির্বাচন ঘিরে সরব চট্টগ্রামের আদালতপাড়া


চট্টগ্রাম : আগামী ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচন। নির্বাচন ঘিরে এখন সরব চট্টগ্রাম আদালতপাড়া। প্রার্থী ও সমর্থকরা শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করছেন। চেম্বারে চেম্বারে গিয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট চাইছেন প্রার্থীরা।

ইতিমধ্যেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী এবারের নির্বাচনে ১৯ পদের বিপরীতে লড়বেন ৩৯ প্রার্থী। ভোট প্রদান করবেন সাড়ে ৫ হাজার আইনজীবী। ভোটার তালিকাও প্রস্তুত।

প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম চৌধুরী
বলেন, ১৯ পদের বিপরীতে এ ৩৯ জনই মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। আমরা যাচাই বাছাই করে তাদেরকে বৈধ বলে ঘোষণা করেছি। কারো মনোনয়নপত্র বাতিল করা হয়নি। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই হবে। এ জন্য আমরা সচেষ্ট থাকব।’

জানা গেছে, চূড়ান্ত ৩৯ প্রার্থীর মধ্যে ১৯ জন আওয়ামীপন্থী সমন্বয় পরিষদের। ১৯ জন বিএনপিপন্থী ঐক্য পরিষদের। বাকি একজন স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাশ। তিনি সেক্রেটারি পদে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন।

সমন্বয় পরিষদের সম্পাদকীয় পদে যারা বৈধতা পেয়েছেন তারা হলেন- সভাপতি পদে আবু মোহাম্মদ হাশেম, সিনিয়র সহ–সভাপতি পদে মোহাম্মদ সেকান্দর চৌধুরী, সহ–সভাপতি পদে মো. আজিজ উদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক পদে সমিতির বর্তমান সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, সহ–সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক শিবলি, অর্থ সম্পাদক পদে এম সালাহউদ্দিন মনসুর চৌধুরী রিমু, পাঠাগার সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে তানজিলা মান্নান যুথী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. মেজবাহ উদ্দিন দোয়েল।

ঐক্য পরিষদের সম্পাদকীয় পদে যারা বৈধতা পেয়েছেন তারা হলেন সভাপতি পদে নাজিম উদ্দিন চৌধুরী, সিনিয়র সহ–সভাপতি পদে শফিক উল্লাহ, সহ–সভাপতি পদে কামরুল হাসান নাজিম, সেক্রেটারি পদে আবদুস সাত্তার সরওয়ার, সহ–সাধারণ সম্পাদক পদে এরশাদুর রহমান, অর্থ সম্পাদক পদে কাজী মো. আশরাফুল হক চৌধুরী, পাঠাগার সম্পাদক পদে আহমদ কবির, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে লাইলা নুর ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে অলি আহমদ।

দুই সংগঠনের সদস্য পদে যারা বৈধতা পেয়েছেন তারা হলেন- এএনএম রুকনুজ্জামান মুন্না, আইনুল কামাল, বিলকিস আরা মিতু, মো. আব্দুল্লাহ আল মামুন, মো. ফরিদুল আলম, মো. খোরশেদ কামাল, মো. মোস্তফা করিম, মো. নাজমুল আকবর মাশুক, মো. সাদ্দাম হোসেন, মো. তোহিদুল বারি চৌধুরী, মিনহাজ উদ্দিন, মো. সাদ্দাম হোসেন আজাদ. মনজুর আলম, রানা মিত্র, সাজেদা বেগম সাজু, সেলিনা আক্তার, শ্যামল চৌধুরী, তৌহিদুল ইসলাম ও জিয়াবুল আলম।

নির্বাচনকে ঘিরে আদালত পাড়ায় প্রচার–প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে অংশগ্রহণকারী এ দুই সংগঠনের প্রার্থীরা। একমাত্র স্বতন্ত্র প্রার্থী কিশোর কুমার দাশও আইনজীবীদের চেম্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন।

সেক্রেটারি প্রাথী এ এইচ এম জিয়াউদ্দিন একুশে পত্রিকাকে বলেন, “আইনজীবী ও বিচারপ্রার্থী মানুষের স্বার্থ এবং কল্যাণে কাজ করব, এটিই ভোটারদের কাছে আমাদের মূলবার্তা।”

ভোটাররা বলছেন, এবার আদালত পাড়ার আইনজীবীদের অপর সংগঠন সমমনা আইনজীবী সংসদ থেকে কেউ নির্বাচন করছেন না, তাই অন্যরকম হতে যাচ্ছে নির্বাচনী মাঠের চিত্র। হিসাব নিকাশও প্রত্যাশা অনুযায়ী নাও মিলতে পারে।”

উল্লেখ্য, ১৭ জন আইনজীবী নিয়ে ১৮৯৩ সালের ২৩ মার্চ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি (জেলা বার অ্যাসোসিয়েশন) প্রতিষ্ঠিত হয়। অনেক চড়াই–উৎরাই পেরিয়ে বর্তমানে সংগঠনটির রয়েছে সাড়ে ৭ হাজার আইনজীবী।