প্রাথমিক বিদ্যালয় খুলছে ১ মার্চ থেকে


ঢাকা : করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ থাকা প্রাথমিক বিদ্যালয়গুলোতে আগামী ১ মার্চ থেকে সশরীরে ক্লাস শুরু হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১ মার্চ থেকে বিদ্যালয়ে যাবে শিক্ষার্থীরা।

এর আগে বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ভার্চুয়াল বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। কেবল দুই ডোজ টিকা থাকলে তবেই সশরীরে পাঠদানে অংশ নিতে পারবেন শিক্ষার্থীরা।

তবে সেসময় ১২ বছরের কম বয়সীদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহীদুল্লা।

তিনি বলেন, যাদের বয়স ১২ বছরের বেশি এবং যারা টিকা নিয়েছে, তারা ক্লাসে যেতে পারবে। সেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে বিবেচনা করার কথা বলা হয়েছে। আর যারা প্রাথমিকে পড়ে, অর্থাৎ ১২ বছরের নিচে, তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

নতুন সিদ্ধান্তের ফলে সব ধরণের প্রাথমিক বিদ্যালয় খুলবে আগামী ১ মার্চ থেকে।

করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। তাতে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এরপর আরও দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। সে অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।