
ঢাকা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের নিয়ে সারা দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৮ হাজার ৯৭৪ জনে।
গত একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৫১ জন। তাদের নিয়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৩৫ হাজার ২৪২ জনে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৬ দশমিক ৯৪।
গেল সপ্তাহের চেয়ে করোনা সংক্রমণের হার কমেছে ৫০ দশমিক ৯০ ভাগ।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
