চুয়েটে কর্মচারী ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কর্মচারী ক্লাব আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সন্ধ্যায় সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

চুয়েট কর্মচারী ক্লাবের সভাপতি মোঃ ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউল হক। এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১৯ টি ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী প্রায় ১০১ টি ম্যাচে অংশগ্রহণ করেন। যেখানে ৫ টি ইভেন্টে পুরষ্কার জিতে সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন মোঃ আবদুল মজিদ।

এ সময় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েট কর্মচারী ক্লাবের বছরব্যাপী নানা আয়োজন দেখে আমি আনন্দিত। এসব সামাজিক-সাংস্কৃতিক আয়োজনের জন্য আমি সংশ্লিষ্ট সকলে সাধুবাদ জানাই। এসব সুস্থ ও সুন্দর উদ্যোগ সকলের মাঝে সম্প্রীতির বন্ধন তৈরি করে। আগামী দিনেও চুয়েটের অগ্রযাত্রায় কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবেন বলে আমি মনে করি।