ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত এক লাখ ২০ হাজার পৃষ্ঠার অভিযোগপত্র সামনে নিয়ে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পার্ক গুয়েন হে-এর বিচার শুরু হয়েছে।
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। মঙ্গলবার একটি প্রিজন ভ্যানে করে তাকে আদালতে আনা হয়। অভিশংসনের মাধ্যমে ক্ষমতা হারানোর পরপরই তিনি গ্রেফতার হন। গ্রেপ্তারের পর এই প্রথম প্রকাশ্যে এলেন তিনি। এ সময় তাকে হাতকড়া পরানো হয়।
তার বিরুদ্ধে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বলপ্রয়োগ ও সরকারি গোপন তথ্য ফাঁসসহ ১৮টি অভিযোগ আনা হয়েছে। এর আগে তার বিরুদ্ধে দাখিল করা চার্জশীট প্রায় এক লাখ ২০ হাজার পৃষ্ঠার।
এর মধ্যে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, ঘুষ ছাড়াও ঘনিষ্ঠ বান্ধবী চোয়ি সুন সিলের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে স্যামসংসহ দক্ষিণ কোরিয়ার বৃহত্তম কয়েকটি কোম্পানিকে রাজনৈতিক সুবিধা দেয়ার বিনিময়ে অর্থ গ্রহণ করার অভিযোগ আনা হয়।
আদালত এসময় পার্ক গুন হে-কে প্রশ্ন করেন, তিনি এখন কী করেন। উত্তরে এই নারী প্রেসিডেন্ট বলেন, তিনি কিছু করেন না, বেকার। বিচারের সময় দুই বান্ধবী পাশাপাশি বসেন। কিন্তু একে অপরের সাথে কথা বলেননি।
এই প্রথম কোরিয়ার নির্বাচিত কোন প্রেসিডেন্ট বিচারের মুখোমুখি হয়েছেন। এর আগে সাবেক দুই সামরিক প্রেসিডেন্টের বিচার হয়েছিল। দুর্নীতির দায়ে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদন্ডের বিধান রয়েছে দক্ষিণ কোরিয়াতে।
