চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠন


চট্টগ্রাম: রাঙ্গুনিয়ার ১১ নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন ছাত্রলীগের চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৪ মে) রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম ও সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে ওই কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।

আগামী এক বছরের জন্য মো. সাইফুল জলিল শাহীনকে সভাপতি ও সাইফুদ্দিন রনিকে সাধারণ সম্পাদক করে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া সাইফুল জলিল শাহীন চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের ছাত্র ও সাইফুদ্দিন রনি রাঙ্গুনিয়া কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্র।