গণতন্ত্র পুনরুদ্ধার করতে গণআন্দোলনের বিকল্প নেই : বিএনপি

চট্টগ্রাম: দেশের গণতন্ত্র বাক্সবন্দী, তা পুনরুদ্ধার করতে হলে গণআন্দোলনের কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

ঢাকায় বিএনপিকে সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী।

তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ে অহেতুক ষড়যন্ত্রমূলক তল্লাশীর প্রতিবাদে ঢাকায় বিএনপি’র ডাকা সমাবেশ করতে দেয়া হয়নি। এর মধ্য দিয়ে সরকার প্রমাণ করেছে তারা একদলীয় শাসন কায়েমে ব্যস্ত। বিরোধী শক্তিকে চিরতরে ধ্বংস করে দিতে চায়।

তিনি বলেন, আজ দেশের গণতন্ত্র বাক্সবন্দী, তা পুনরুদ্ধার করতে হলে গণআন্দোলনের কোন বিকল্প নাই। তাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুর রহমান, বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীর তালুকদার টিপু, সহ-ক্রীড়া সম্পাদক শওকত ওসমান, বিএনপি নেতা আবদুর রহমান, আবুল হোসেন, জামাল উদ্দিন, হামিদুর রহমান পেয়ারু প্রমুখ।