আ.লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে : বক্কর

চট্টগ্রাম: আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া ও জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় জনগণের উপর তাদের আস্থা নেই বলে দাবি করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ দাবি করেন। বিএনপিকে ঢাকায় সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে নাসিমন ভবন দলীয় কার্যালয়ে এ সমাবেশ করা হয়।

আবুল হাশেম বক্কর বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ ঘোষণার পর জোর করে ক্ষমতায় টিকে থাকা আওয়ামীলীগের গায়ে আগুন জ্বলে উঠেছে। আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। ঠিক এ কথা বুঝতে পেরে অবৈধ সরকার নানা কুট কৌশল শুরু করেছে। তারই অংশ হিসেবে গুলশানে বিএনপির চেয়ারপার্সন দেশ মাতা বেগম খালেদা জিয়ার কার্যালয়ে অভিযান চালিয়েছে। বিএনপির নেতাকর্মীদের মনে ভয়ের সঞ্চার তৈরি করতে।

এই সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে আবুল হাশেম বক্কর আরও বলেন, বর্তমান সরকার ভোট ছাড়া ক্ষমতায় গিয়ে বন্ধুকের নলের জোরে দেশ চালাচ্ছে। আওয়ামীলীগ রাজনৈতিকভাবে দেউলিয়া ও জনবিচ্ছিন্ন হয়ে পড়ায় জনগণের উপর তাদের আস্থা নেই। তাদের এখন আস্থা আইন শৃঙ্খলা বাহিনীর উপর।

তিনি বলেন, আগামী নির্বাচন হবে বেগম খালেদা জিয়া তারেক রহমান ও জনগণের কথা মত। শেখ হাসিনার কথা মত হবে না। এই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করলে জনগণ বিএনপিকে আবারো ক্ষমতায় বসাবে।

সমাবেশ থেকে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন মোঃ আসলাম চৌধুরী নিঃশর্ত মুক্তি দাবী করেন।

সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, শেখ হাসিনা বিএনপি ও বেগম খালেদা জিয়াকে ভয় পায় আর তাই বাংলাদেশে যখন একটি নির্বাচনের পরিবেশ তৈরি হচ্ছে, ঠিক সে মুহুর্তে বিরোধীদল বিহীন আরেকটি নির্বাচন করার জন্য বিএনপির গুলশান অফিসে তল্লাশীর মাধ্যমে সরকারের আসল চিত্র ফুটে উঠেছে। বিএনপি নির্বাচনে গেলে সে ভোট যুদ্ধে বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে প্রত্যাখান করবে এটি বুঝতে পেরেই শেখ হাসিনা সরকার আজ নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

তিনি বলেন, যতই ষড়যন্ত্র করা হোক না কেন, আগামী দিনে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সহায়ক সরকারের অধীনে অংশগ্রহণ করবে। সহায়ক সরকারের অধীনে নির্বাচন আদায়ের লক্ষ্যে আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহ্বান জানান।

মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মোহাম্মদ মিয়া ভোলা, এম.এ. আজিজ, মোহাম্মদ আলী, এস.এম সাইফুল আলম, শেখ নুরুল্লাহ বাহার, কাজী বেলাল উদ্দিন, ইসকান্দর মির্জা, ইয়াছিন চৌধুরী লিটন, সামশুল হক, নিয়াজ মোহাম্মদ খান, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন লিপু, মাহবুবুল আলম, কাউন্সিলর আবুল হাশেম, মনোয়ারা বেগম মনি প্রমুখ।