ব্যবসায়ীদের ‘ভিলেন’ বানালেন স্থপতি মোবাশ্বের, দাবি ভূমিমন্ত্রীর

একুশে প্রতিবেদক : ভোক্তা অধিকার জাতীয় নিষ্পত্তি কমিটির আহ্বায়ক স্থপতি মোবাশ্বের হোসেনের রাজনীতিবিদদের পরিবর্তে জাতীয় সংসদে ব্যবসায়ী ও শিল্পপতিদের আধিপত্যের সমালোচনায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বেজায় নাখোশ হয়েছেন। এ প্রসঙ্গে ভূমিমন্ত্রী স্থপতি মোবাশ্বের হোসেনকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি তো ব্যবসায়ীদের ভিলেন বানিয়ে ফেলেছেন। আমি নিজেও একজন ব্যবসায়ী কোটার মন্ত্রী।’

এর আগে ভোক্তা অধিকার সংক্রান্ত বেসরকারি একটি টেলিভিশনের টক শো’র আলোচনায় অংশ নিয়ে স্থপতি মোবাশ্বের হোসেন মহান সংসদে রাজনীতিবিদদের পরিবর্তে ব্যবসায়ী-শিল্পপতিদের আধিপত্যে ক্ষোভ প্রকাশ করেন; তিনি বলেন-সংসদে আজ রাজনীতিবিদদের উপস্থিতি কম, সংসদ দখল করে নিয়েছে ব্যবসায়ী-শিল্পপতিরা। বঙ্গবন্ধু আজীবন ‘রাজনীতি’ রাজনীতিবিদদের হাতে থাকার পক্ষেই ছিলেন এবং এজন্য কাজ করে গেছেন।

তিনি বলেন, জনগণের সাথে সম্পৃক্ত রাজনীতিবিদদের অংশগ্রহণ যদি সংসদে না থাকে জাতির জন্য তা কখনোই কল্যাণকর নয়। জাতীয় সংসদ থেকে শুরু করে সবক্ষেত্রে আজ ব্যবসায়ীদের আধিপত্যের কারণে দ্রব্যমূল্যের আজকের এই পরিস্থিতি বলেও মন্তব্য করেন স্থপতি মোবাশ্বের হোসেন।

এরপর আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম -১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মোবাশ্বের হোসেনের বক্তব্যের সাথে ভিন্নমত পোষণ করেন।

বলেন, ‘আপনি ব্যবসায়ীদের ‘ভিলেন’ বানিয়ে ফেললেন। আমি নিজেও একজন ব্যবসায়ী কোটার মন্ত্রী। আপনি ব্যবসায়ীদের অবদান কি অস্বীকার করতে পারবেন? জাতীয় অর্থনীতি, গ্রোথ এসব ক্ষেত্রে ব্যবসায়ীদের অবদান অনস্বীকার্য। ব্যবসায়ীরা এদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা যে একেবারে দায়ী নয়, সিন্ডিকেট করছে না, কৃত্রিম সংকট সৃষ্টি করছে না-সে কথা আমি বলবো না– যোগ করেন ভূমিমন্ত্রী।

আলোচনায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামানও অংশ নেন।