
সাতকানিয়া (চট্টগ্রাম) : সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জারখীল গ্রামের ৪শ’ মানুষ বিনামূল্যে চোখের চিকিৎসা পেয়ে দারুণ খুশি। চোখের নানা সমস্যায় ভোগা প্রত্যন্ত এই এলাকার মানুষরা যখন জানলেন যে, এই এলাকারই কৃতি পুরুষ সদ্য প্রয়াত খ্যাতিমান চিকিৎসক আ ফ ম আমিনুল ইসলাম ও তাঁর প্রয়াত সহধর্মিণী জহুরা খাতুন স্মরণে একদল বিশেষজ্ঞ চিকিৎসক টাকা-পয়সা ছাড়াই চিকিৎসা দেবেন; তখনই দলে দলে সমবেত হন মির্জারখীল গ্রামে। অবশ্য গত এক সপ্তাহ ধরে প্রচার চলছিল এই আয়োজনের।
রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর উদ্যোগে তৃণমূলের প্রবীণ ও অসহায় মানুষের জন্য শুক্রবার (১ এপ্রিল) দিনব্যাপী এই আয়োজনে সহযোগিতা করেছেন লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল।
চট্টগ্রাম লায়ন্স শাখার কারিগরি সহায়তায় চক্ষু ক্যাম্পে রোগীদের পরীক্ষাসহ ওষুধ ও চশমা প্রদানের পাশাপাশি চোখের ছানি অপারেশনের জন্য রোগী চিহ্নিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন চৌধুরী, সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, রোটারি ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশ-এর গভর্নর নমিনি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মতিউর রহমান, রোটারি ক্লাব অব চিটাগং খুলশীর অতীত সভাপতি মাহফুজুল হক, আসাদুল হক, খুলশী ক্লাবের সদস্য কাজী রফিকুল হাসান, কে এন শেফা চৌধুরী ও মুশাররাত শারমীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অদম্য আগামীর প্রেসিডেন্ট রোটারিয়ান তারেক জুয়েল, বিএসআরএম সিএফও রেয়াজুল কবির ও সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাজিদুল হক, সোনাকানিয়া ইউনিয়ন তাঁতী লীগের সদস্য ফরিদুল আলম, যুবলীগের সভাপতি মামুন উদ্দিন, সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য গিন্নি প্রমুখ।
এ আয়োজনে চক্ষু শিবিরে চিকিৎসা নিতে আসা চিহ্নিত ৬৪ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে।
