বারৈয়াঢালায় আ.লীগ নেতা সাইদুল ইসলামের ইফতারসামগ্রীতে ৯শ’ পরিবারে হাসি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ৯’শ পরিবারের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।

শনিবার (২ এপ্রিল) সাইদুল ইসলাম তার ব্যক্তিগত উদ্যোগে গ্রামে গ্রামে ঘুরে এসব ইফতার সামগ্রী বিতরণ করেন। ইফতারের প্রতিটি প্যাকেটে ছিল ছোলা, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারৈয়াঢালা ইউনিয়নের ১নং ওয়ার্ড আ.লীগের সভাপতি দিদারুল আলম সিদ্দিকী, ২ নং ওয়ার্ডের সভাপতি জাফর উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোঃ ফারুক, ৩ নং ওয়ার্ড সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ৪নং সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মাস্টার, ৫ নম্বর ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন মেম্বার, সাধারণ সম্পাদক টিটু দে, ৬নং ওয়ার্ড সভাপতি শাহ আজিজ মানিক সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মেম্বার, ৭নং ওয়ার্ড সভাপতি আব্দুল লতিফ ভূঁইয়া, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান রফিক মেম্বার, ৮ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন সওদাগর, সাধারণ সম্পাদক রবিউল হোসেন, ৯ নং ওয়ার্ড সভাপতি আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ইমাম হোসেন রাসেল, মেম্বার, মহিলা সদস্য খালেদা আক্তার, নার্গিস বিনতে ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ হাসান অন্তর প্রমুখ।

আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, পবিত্র মাহে রমজান মাসে গরীব অসহায়ের কথা আমাদের সবাইকে ভাবতে হবে। আমরা যা খাই তাদেরও তা খাওয়াতে হবে। এটি আমাদের উপর তাদের হক। রমজান মাসে সিয়াম পালনের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ালে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।