ফেল করা পরীক্ষার্থী পেল জিপিএ-৫

চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ফেল করা এক পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর পেয়েছেন জিপিএ-৫। এছাড়া ৫২ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছেন। নতুন করে জিপিএ-৫ পেয়েছে আরও ৬৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, এবছর ৫৭ হাজার ৮১৪টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য মোট ২১ হাজার ৯৩৯ জন পরীক্ষার্থী আবেদন করেছে। তার মধ্যে গ্রেড পরিবর্তন হয়েছে ৬৮৭ জন শিক্ষার্থীর। নতুন করে ৬৭ জন জিপিএ-৫ পাওয়ায় মোট জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এখন আট হাজার ৪১১ জন।

তিনি আরও বলেন, পুনঃনিরীক্ষণে গ্রেড পয়েন্ট পরিবর্তন হওয়াদের ৬১৪ জন কৃতকার্য ও ২১ জন অকৃতকার্য হয়েছে। পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাশ করেছেন ৫২ জন পরীক্ষার্থী। এমনকি ফেল করা এক পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের পর জিপিএ-৫ পেয়েছেন।