দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত : সংসদে প্রধানমন্ত্রী


ঢাকা : দুর্যোগ-পরবর্তী ক্ষয়ক্ষতি ও পরিস্থিতি মোকাবেলায় সরকার সবধরনের প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে এই কথা জানান তিনি।

তিনি বলেন, বিমানবন্দরে নেমেই পার্টির সেক্রেটারি ওবায়দুল কাদেরকে আমি নির্দেশ দিয়েছি টিম গঠন করে দুর্গত এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাঠানোর জন্য। এরমধ্যেই টিম গঠন করা হয়ে গেছে, আজকেই তারা দুর্গত এলাকায় পৌঁছে যাবে। দুর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াবে। এছাড়াও স্থানীয় প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্যোগকবলিত মানুষদের জন্য সবধরনের সহযোগিতা দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, যার ঘর নষ্ট হয়েছে তার ঘর করে দেয়া হবে। যার খাদ্য নেই তাকে খাদ্য দেয়া হবে। একটা মানুষও না খেয়ে থাকবে না, কষ্ট পাবে না।

বিরোধীদলে থাকাকালেও আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখনই দুর্যোগ-দুর্বিপাক দেখা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে ছুটে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে।

দুর্যোগ মোকাবিলায় বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী সংসদে জানান, একবার ঘূর্ণিঝড় হয়েছিল। আমরা তখন বিরোধীদলে। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া সংসদে বলেছিলেন যত মানুষ মারা যাবার কথা ছিল তত মরেনি। আমি তখন প্রশ্ন করেছিলাম কত মরার কথা ছিল, কত মরলে আপনি খুশি হতেন। বিএনপি কখনো দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ায়নি, বরং উপহাস করেছে।

এর আগে অস্ট্রিয়ায় ২৯ ঘণ্টার সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধামন্ত্রী শেখ হাসিনা। বিমান বাংলাদশে এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল ৭টা ২০ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

আন্তর্জাতিক আনবিক শক্তি কমিশনের ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সোমবার ভিয়েনা পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী।