চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যাচ-৪৫’র আহ্বায়ক জুবায়ের, সদস্য সচিব নয়ন


চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৪৫তম ব্যাচের শিক্ষার্থীদের কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২০০৯-২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সমন্বয়ে এই প্লাটফর্ম গঠন করা হয়।

শুক্রবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যান সংলগ্ন বেলপেপার রেস্টুরেন্টে এই ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে জুবায়ের বিন হারুনকে আহ্বায়ক ও মো. শহীদুল আলম নয়নকে সদস্য সচিব মনোনীত করা হয়।

এছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয় শিবাজী চৌধুরী, শিহাব উদ দৌলা, তৃষা বড়ুয়া, শাওন আজহার, মিজানুর রহমান মিনু, ইফতেখার উদ্দিন আয়াজ, মোহাইমিনুল ফয়সাল ও ফাতেমা জান্নাতকে।

এ মিলনমেলা ও ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌলা। এছাড়া বিশ্ববিদ্যালয় ৪৫তম ব্যাচের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।