চট্টগ্রাম : নগরীর টাক শাহ মিয়া মসজিদ ও এতিমখানা নির্মাণে জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে ৫০ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার প্রধান সমন্বয়কারী ডা. শাহাদাত হোসেন মসজিদ ও এতিমখানা পরিচালনা কমিটির কাছে ৫০ হাজার টাকার একটি অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় তিনি বলেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে চট্টগ্রামসহ সারা দেশে আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে।
এসময় অন্যান্যদের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনুছ ও মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
