বাজেটে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে : মহিউদ্দিন চৌধুরী

চট্টগ্রাম: ২০১৭-১৮ অর্থবছরের ঘোষিত বাজেটে দারিদ্র্য বিমোচন, রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এই বাজেট ঘোষণার পর গোটা জাতি আজ স্বস্তি অনুভব করছে।

নতুন বাজেটকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম শহীদ চত্বরে মিছিল ও সমাবেশ করে।

সমাবেশে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, বর্তমান সময়ে জাতীয় উন্নয়নের সবচেয়ে বড় অর্জন প্রবৃদ্ধি প্রায় ৭ শতাংশে উন্নীত হওয়া। এটা আওয়ামী লীগ সরকারের বড় সাফল্য। বাজেটের লক্ষ্যপূরণে বাধাগুলো অপসারণ করা সবচেয়ে জরুরি হয়ে পড়েছে। তাই আমাদের প্রত্যেককে বাজেটের লক্ষ্যপূরণে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক অঙ্গীকার পালন করতে হবে।

সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিশ্বের কোটি কোটি শোষিত মানুষের মুক্তির স্বপ্ন দেখেন। তার এই স্বপ্নপূরণ হলে আমরা শান্তির জগতের বাসিন্দা হবে। বর্তমান সরকারের অগ্রগতির যাত্রাকে বাধাগ্রস্ত করতে ধ্বংসাত্মক রাজনীতি করেছে বিএনপি। তারপরও দেশের সাফল্য ও অগ্রগতি থেমে নেই। অনেক আগেই আমাদের জাতীয় প্রবৃদ্ধির হার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে।

মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহসভাপতি সুনীল কুমার সরকার, ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম ও আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ ও সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ বক্তৃতা করেন।