চট্টগ্রাম : নগরীর পাহাড়তলীতে রবিউল হাসান প্রকাশ বিজয় (২৫) নামে মোবাইল ‘চোর চক্রের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মে) ভোররাতে নগরীর পাহাড়তলী থানাধীন গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান একুশে পত্রিকাকে বলেন, গত ১২ মে পাহাড়তলী থানাধীন শাপলা আবাসিক এলাকায় একটি বাসা থেকে দুটি মোবাইল ও নগদ ১৩ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সাথে সরাসরি জড়িত রবিউলকে শনাক্ত করা হয়।
‘এরপর আজ ভোররাতে গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি হওয়া মোবাইল দুটি উদ্ধার করা হয়েছে।’