বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।
শুক্রবার (১৩ মে) বিকেলে গণভবনে মনোনয়ন বোর্ডের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তাদের নাম চূড়ান্ত করা হয়। এরপর রাতে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নাম প্রকাশ করা হয়।
এতে দেখা যায়, বাঁশখালী উপজেলার ছনুয়া ইউপিতে নৌকার মনোনয়ন পেয়েছেন মুজিবুর রহমান তালুকদার, পুঁইছড়ি ইউনিয়নে জাকের হোসেন চৌধুরী বাচ্চু, শেখেরখীল ইউনিয়নে ইয়াছিন তালুকদার, চাম্বল ইউনিয়নে মুজিবুল হক চৌধুরী, গণ্ডামারা ইউনিয়নে জাহেদুল হক চৌধুরী মার্শাল, শীলকূপ ইউনিয়নে কায়েস সরওয়ার সুমন, সরল ইউনিয়নে রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউনিয়নে কফিল উদ্দিন, কাথরিয়া ইউনিয়নে ইবনে আমিন, কালিপুর ইউনিয়নে আ ন ম শাহাদাত আলন, সাধনপুর ইউনিয়নে মহিউদ্দিন চৌধুরী খোকা, বাহারছড়া ইউনিয়নে তাজুল ইসলাম, খানখানাবাদ ইউনিয়নে জসীম হায়দার, পুকুরিয়া ইউনিয়নে বোরহান উদ্দিন।
তফসিল অনুযায়ী, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৬ মে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বাছাই ১৯ মে। মনোনয়নপত্র প্রত্যাহার ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে। আগামী ১৫ জুন এসব ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।