চট্টগ্রাম : ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
আজ শনিবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বাংলাদেশ কখনোই শ্রীলঙ্কা হবেনা। শ্রীলঙ্কার রাজাপাকসের অভিজ্ঞতা আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিজ্ঞতা এক নয়। শেখ হাসিনার দূরদর্শিতা, দৃঢ় নেতৃত্ব বাংলাদেশকে আরও অনেকদূর এগিয়ে নিয়ে যাবে। শ্রীলঙ্কার আজকের পরিণতির জন্য তাদের ব্যর্থতা দায়ী। কেননা তারা তাদের সক্ষমতার চেয়ে বহু বেশি ঋণ করেছিলেন। তারা তাদের ঋণের বোঝা এতোই বাড়িয়েছেন যে তা বহন করা সম্ভব ছিলো না।’
‘এছাড়াও তাদের জিডিপির অন্যতম উৎস পর্যটন। করোনাকালীন সময়ে সেদেশে কেউ ভ্রমণে যায়নি, তাই তাদের জিডিপিতে ধস নামে। আরও একটি কারণ রয়েছে তা হলো শ্রীলঙ্কা তাদের দেশে অর্গানিক ফসল উৎপাদন করতে চেয়েছিল। অর্থাৎ ফসল উৎপাদন করবে কিন্তু সার, কিটনাশক কোন কিছু ব্যবহার করা হবে না। তাই তাদের খাদ্য ঘাটতি দেয়া হয়। এতে করে সেদেশে অর্থনীতি নেতিবাচক প্রভাব পড়ে। শূণ্যের কোটায় নেমে যায় অর্থনীতি। আমাদের দেশে সেরকম কিছু নেই। আমাদের অর্থনীতি আরও সমৃদ্ধ।’
হানিফ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কৃষিখাত আরও সমৃদ্ধ হচ্ছে। করোনাকালেও আমাদের প্রবৃদ্ধির হার বেড়েছে। যারা এসব কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, তারা চায় সরকারকে ক্ষমতা থেকে নামাতে। কেননা ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানো সম্ভব নয়। তাই ষড়যন্ত্র আর অপপ্রচারের মাধ্যমে তারা সেটি করতে চায়।’
মাহবুবুল আলম হানিফ আরও বলেন, ‘আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী সংগঠনে রূপান্তর করতে হবে। তাহলে আগামীতে সকল অপপ্রচার আর ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা এগিয়ে যাবো। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এ বাংলাদেশে অন্য কোন শক্তি নেই যারা ক্ষমতায় যাবে। তাই আমাদের লক্ষ্য একটাই শক্তিশালী আওয়ামী লীগ গঠন।
তৃণমূল সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আরও উপস্থিত আছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও সাংসদ ওয়াসিকা খান প্রমুখ।