চট্টগ্রাম : উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কেউ ছিলেন না এবং হবেনও না বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের বাঁশখালী আসনের আওয়ামী লীগের এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
আজ শনিবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন খুন করা হয়, যখন জাতি পিতাহারা হয়, ঠিক তখনই দেশের মানুষকে আশার আলো দেখিয়েছিলেন বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেষ হাসিনার সাহসিকতায়, দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল।’
‘টানা তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশের প্রত্যন্ত অঞ্চলেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। স্বপ্নের পদ্মা সেতু আর স্বপ্ন নেই। এখন সেই স্বপ্ন বাস্তবেই দেখছে পুরো বিশ্ব। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার বিকল্প কখনোই কেউ ছিলেন না এবং হবেনও না।’
এমপি মোস্তাফিজ আরও বলেন, ‘সামনেই জাতীয় সংসদ নির্বাচন। টানা তিনবারের বিজয়ী জননেত্রী শেখ হাসিনাকে আবার বিজয়ের মালা পরাতে হবে। তাই ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে আবার। সকল হিংসা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে শেখ হাসিনাকে জয়যুক্ত করতে হবে।’
তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন ও সাংসদ ওয়াসিকা খান প্রমুখ।