
চট্টগ্রাম : জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের তামিলনাডু রাজ্যের ভেলোর জেলার খ্রিস্টান মেডিকেল কলেজে (সিএমসি) চিকিৎসাধীন একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
আজ রোববার (১৫ মে) সন্ধ্যায় একুশে পত্রিকা প্রতিবেদক আবছার রাফির সাথে ফোনালাপে তিনি একুশে পত্রিকা সম্পাদকের স্বাস্থ্যের ব্যাপারে বিস্তারিত জানতে চান; বলেন সম্পাদকের শারীরিক অবস্থা এখন কেমন সেটা বলুন। জবাবে একুশে পত্রিকা প্রতিবেদক জানান, গত ক’দিন আগে সম্পাদক ভেলোরের সিএমসিতে গেছেন নির্ধারিত শিডিউল অনুযায়ী রেডিওথেরাপী নিতে।
কয়টা রেডিওথেরাপি নিতে হবে তা জানতে চাওয়ার পাশাপাশি গত জানুয়ারিতে লিভারের জটিল অস্ত্রোপচার, কেমোথেরাপি গ্রহণ এসব বিষয়েও বিস্তারিত জানার আগ্রহ পোষণ করেন শিক্ষা উপমন্ত্রী। সব শুনে তিনি একুশে পত্রিকা সম্পাদক আজাদ তালুকদারের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। এসময় তিনি যে কোনো সুবিধা-অসুবিধা জানানোর অনুরোধ করার পাশাপাশি একুশে পত্রিকারও খোঁজখবর নেন।
দীর্ঘ ফোনালাপে চট্টগ্রামের রাজনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বপ্রণোদিত হয়ে একুশে পত্রিকা প্রতিবেদকের সঙ্গে খোলামেলা আলোচনা করেন ব্যারিস্টার নওফেল।
প্রসঙ্গত, প্রথম পর্বের সফল চিকিৎসা শেষে গত ২১ ফেব্রুয়ারি দেশে ফেরার পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চট্টগ্রাম- ৪ আসনের সংসদ সদস্য মো. দিদারুল আলম, সাবেক স্বাস্থ্য সচিব ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, ব্যারিস্টার মনোয়ার হোসেন, সীতাকুণ্ডের উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন, শিক্ষাবিদ ওবায়দুল করিম দুলালসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিক আজাদ তালুকদারের বাসায় ছুটে যান।
এছাড়াও নানাজন সরাসরি এবং টেলিফোনে আজাদ তালুকদারের স্বাস্থ্যের খোঁজখবর নেন, সহানুভূতি প্রকাশ করেন।
