বায়েজিদ লিংক রোডে পাহাড় কর্তন, বুলডোজার-স্কেভেটর জব্দ


চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে পাহাড় কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূৃমি) আশরাফুল আলম।

অভিযানে একটি বুলডোজার ও ২ স্কেভেটর জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর টের পেয়ে দুস্কৃতিকারীরা পালিয়ে গেছে।

মঙ্গলবার (১৭ মে) দুপুরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে অবৈধভাবে পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে আসছে ভূমিদস্যু চক্র। সেখানে বিভিন্ন স্থাপনা গড়ে তুলতে লিংক রোডের দু’পাশের পাহাড় কেটে আসছে ওই চক্র।

সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম বলেন, পাহাড়খেকোরা স্কেভেটর দিয়ে ফৌজদারহাট-বায়েজিদ সংযোগ সড়কের পাশ্ববর্তী পাহাড় কাটছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে গেছে। তাই কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায়নি। তবে পাহাড়কাটার কাজে ব্যবহৃত একটি বুলডোজার ও দুটি স্কেভেটর জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, দুষ্কৃতকারীরা ইতিমধ্যে ১ একরের মতো পাহাড় কেটে ফেলেছে। তবে জায়গাটি ব্যক্তি মালিকানাধীন। তাদের বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়া হবে।