চট্টগ্রাম : চট্টগ্রামে ১৮৫ গ্রাম আইসসহ (ক্রিস্টাল মেথ) হামিদ হোসেন ও ফারুক নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ; জব্দ করা আইসের আনুমানিক মূল্য সাড়ে ১৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার হামিদ কক্সবাজারের টেকনাফের মধ্যম হ্নীলা এলাকার ও ফারুক চট্টগ্রামের বাদামতল এলাকার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও থানার খাজা রোডের বাদামতল এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের তল্লাশি করে ১৮৫ গ্রাম আইস পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১৮ লাখ ৫০ হাজার টাকা।
‘গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে আইস সংগ্রহ করে থাকে। পরে সেগুলো চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন। এ ঘটনায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।’