একুশে পত্রিকা সম্পাদকের শারীরিক অবস্থা জানতে চেয়েছেন ভূমিমন্ত্রী

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জটিল রোগে আক্রান্ত একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদারের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন চট্টগ্রাম -১৩ (আনোয়ারা-কর্ণফুলী) থেকে নির্বাচিত তিন তিনবারের সাংসদ ও ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

বুধবার (১৮ মে) রাত সাড়ে ৯টার দিকে একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জিন্নাত আয়ুবকে হোয়াটসঅ্যাপে ফোন করে ভূমিমন্ত্রী একুশে পত্রিকা সম্পাদকের স্বাস্থ্যের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চান এবং আজ বৃহস্পতিবার চট্টগ্রাম এলে সম্পাদক আজাদ তালুকদারকে দেখতে তার বাসায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন।

এসময় একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি ভূমিমন্ত্রীকে জানান, তিনি ফলোআপ চেকআপের জন্য গত ১১ মে ভারতের তামিলনাডু রাজ্যের ভেলোরে অবস্থিত খ্রিস্টান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে গেছেন। সেখানে তার ৩০টি রেডিওথেরাপি দেওয়ার কথা রয়েছে। মাস দেড়েক বা দুয়েক সম্পাদকের সেখানে অবস্থান করার কথা রয়েছে।

শুনে মন্ত্রী সম্পাদকের এখন কী অবস্থা জানতে চান। জবাবে আনোয়ারা প্রতিনিধি জানান, সম্পাদকের অবস্থা আল্লাহর রহমতে আগের চেয়ে উন্নতির দিকে। মন্ত্রী এসময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং সম্পাদক আজাদ তালুকদারের সম্পূর্ণ সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করেন।

এসময় মন্ত্রী আজাদ তালুকদারের ফোন নম্বর চেয়ে নেন এবং যে কোনও পরিস্থিতি তাকে অবগত করতে বলেন। সম্পাদক চিকিৎসা শেষে দেশে ফিরলে অবশ্যই যেন তাকে অবগত করা হয় সে ব্যাপারে একুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধি জিন্নাত আয়ুবকে তাগাদা দেন ভূমিমন্ত্রী।

উল্লেখ্য, এর আগেও এপ্রিলের শুরুর দিকে একুুুশে পত্রিকার আনোয়ারা প্রতিনিধির সাথে ফোনালাপে চট্টগ্রামের জ্যেষ্ঠ সাাংবাদিক আজাদ তালুকদারের চিকিৎসার খোঁজ-খবর নিয়েেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।