
ঢাকা : চট্টগ্রামে প্রথম টেস্টে সেঞ্চুরির আক্ষেপ ছিল লিটন দাসের। ৮৮ রান করে আউট হয়েছিলেন তিনি। কিন্তু সেই আক্ষেপ ঘুচিয়েছেন ঢাকায় দ্বিতীয় টেস্টে। দলের বিপর্যয়ের সময় অন্যবদ্য এক ইনিংস খেলে সেঞ্চুরি হাঁকিয়েছেন।
সোমবার সকাল ১০ টায় বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট খেলা শুরু হয়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ২৪ রানে ৫ উইকেট হারিয়ে টালমাটাল অবস্থা থেকে বড় সংগ্রহের দিকে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে মুশফিক-লিটন জুটি।
লিটনকে বিপরীত পাশ থেকে সমর্থন দেওয়া মুশফিকের সংগ্রহ ১৮৬ বলে ৮২ রান। তিনিও সেঞ্চুরি থেকে মাত্র ১৮ রান দূরে রয়েছেন।
এখন তৃতীয় সেশনের খেলা চলছে। ৬১ ওভারের খেলায় ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৯৮ রান।
