চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সাত চালককে সাত দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে দুই চালককে ৫০০ টাকা করে জরিমানা ও এক মুদি দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার বোয়ালখালী উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার।
কারাদন্ড প্রাপ্ত চালকরা হলেন- মো. ইব্রাহীম (২৩), মো. কাইয়ুম (১৬), মো. গফুর আলম (৩৮), মো. ইউছুপ (৪০) ও মো. বেলাল (২৫)।
বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার জানান, সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা করে যানজট সৃষ্টির মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করায় সাত চালককে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। একই অভিযোগে চালক মনছফ আলী ও শামসুল আলমকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৯ ধারায় পৌর সদরের মুদি দোকানি আবুল বশরকে (৫৫) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
