স্ক্র্যাপ জাহাজের উপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার দাবি

চট্টগ্রাম: ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রির কাঁচামাল স্ক্র্যাপ ভ্যাসেলের ওপর আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহারের দাবি উঠেছে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় বাংলাদেশ শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন।

সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের বলেন, দেশের ৫ শতাধিক রি-রোলিং কারখানার কাঁচামাল হিসেবে স্ক্র্যাপের বার্ষিক চাহিদা ৪০ লাখ মেট্রিকটন। এর প্রায় ৮০ ভাগ জাহাজ ভাঙা খাত থেকে জোগান দেওয়া হচ্ছে। ফলে লোহার স্ক্র্যাপ আমদানি খাতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। এর গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রী ২০১১ সালে এটিকে শিল্প ঘোষণা করেছেন।

তিনি বলেন, জাহাজের স্ক্র্যাপের ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপের কারণে অনিবার্যভাবে স্ক্র্যাপের মূল্য বাড়বে। এর ফলে লোহার রড, এঙ্গেল, বার ইত্যাদির দাম টন প্রতি ৭ থেকে ৮ হাজার টাকা বাড়বে। যা দেশের অবকাঠামোগত উন্নয়নকে বাধাগ্রস্ত করবে।

আমদানি করা স্ক্র্যাপ জাহাজের ওপর ১৫ শতাংশ ভ্যাট ও ৫ শতাংশ আরডি প্রত্যাহার এবং ২০১৬-১৭ অর্থবছরের মতো শুল্কহার নির্ধারণের সুযোগ দিতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু তাহের।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য এইউএম জাহাঙ্গীর চৌধুরী, সদস্য মাস্টার আবুল কাসেম, কামাল উদ্দিন আহমেদ, এম সোলায়মান প্রমুখ।