চট্টগ্রাম: ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোহাম্মদ রাকিব হোসাইনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সোমবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এ কর্মসূচি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রাকিবকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করে দ্রুত তার মুক্তির দাবি জানানো হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ও আরেক সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ ফয়সাল, ছাত্রলীগ নেতা সৌরভ, অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল, ক্রীড়া সম্পাদক মাহফুজ আহমেদ, উপ-আইন বিষয়ক সম্পাদক শাহরিয়ার তানিম, সহ সম্পাদক ওমর ফারুক, ছাত্রনেতা রিশাদুল ইসলাম রিশাদ, ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ মামুন প্রমূখ।
এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন- উপ-সম্পাদক ইশতিয়াক তানভীর, ফসিয়ার রহমান সনেট, গোলাম মোস্তফা সুমন, ছাত্রলীগ নেতা আবদুল আলীমসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।
