চট্টগ্রাম: ঈদের মার্কেটে ভীড়ের মধ্যে ক্রেতা সেজে দোকান অভিনব কায়দায় মালামাল চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বাকলিয়া থানার তুলাতলী এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. সৈয়দ ওরফে লাদেন (৩৩), তাজ মোহাম্মদ (৪০) ও তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫)। এরা সবাই বাকলিয়া থানার তুলাতলী এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি প্রণব কুমার চৌধুরী বলেন, তুলাতলী এলাকার তাজ মোহাম্মদের বাসা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ওই বাসা থেকে বেশ কিছু শাড়ি, প্যান্ট, জুতা ও কসমেটিকসসহ বিভিন্ন ধরনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেফতারের পর তারা চুরির অভিনব কৌশল পুলিশকে জানিয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা নগরীর বিভিন্ন মার্কেটে ক্রেতা সেজে ঘুরে বেড়ায়। ভিড় দেখে কোনো একটি দোকানে প্রবেশ করে। দোকানে ক্রেতা বেশি থাকলে তিন জন একসাথে প্রবেশ করে। লাদেন ও তাজ বিভিন্ন মালামাল দেখার কথা বলে দোকানিকে ব্যস্ত রাখে। এই ফাঁকে আনোয়ারা সেখান থেকে বিভিন্ন মালামাল কৌশলে চুরি করে।
প্রণব কুমার চৌধুরী বলেন, তারা সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। তাদের দলে আরও সদস্য রয়েছে। এরা সবাই একযোগে চক্রাকারে কাজ করে। ঈদ সামনে রেখে চক্রটি সক্রিয় হয়ে উঠেছে।
