ঋণখেলাপি: চট্টগ্রামে বলাকা গ্রুপের মালিকের সম্পদ ক্রোকের নির্দেশ


চট্টগ্রাম : চট্টগ্রামে বলাকা গ্রুপ ও মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিকের সম্পদ ক্রোকের নির্দেশ দিয়েছেন অর্থঋণ আদালত।

আজ বুধবার চট্টগ্রামের বিচারক মো. মুজাহিদুর রহমান এ আদেশ দেন বলে জানান আইনজীবী জিয়া হাবিব আহসান।

চট্টগ্রামের বলাকা গ্রুপ ও মেসার্স আক্তার এন্টারপ্রাইজের মালিক নূর-উন-নবী ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলাটি করে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড।

আদালতের এ নির্দেশে দক্ষিণ কাট্টলী ও দক্ষিণ পতেঙ্গা মৌজার সর্বমোট ২৭০ দশমিক ৯ শতক স্থাবর সম্পত্তি হারাচ্ছেন নূর-উন-নবী।

মামলার বাদী ব্যাংকের রি-শিডিউল সুবিধার আলোকে ঋণের অতিরিক্ত জামানত না দেওয়ায় বিবাদীর স্থাবর সম্পত্তি রায়ের আগে ক্রোকের আবেদন করে। ওই আবেদনের বিরুদ্ধে আপত্তি জানান নূর-উন-নবী।

উভয় পক্ষের যুক্তিতর্ক ও দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন।