চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নব-নির্বাচিত ২০১৭ সেশনের কার্যনির্বাহি কমিটির সাথে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর.ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিণ আখতার ও প্রক্টর আলী আজগর চৌধুরী।
মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্য, উপ-উপাচার্য ও প্রক্টরের নিজ নিজ কার্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা বিনিময় শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, সাংবাদিকতা হলো একটি মহৎ পেশা। তিনি সাংবাদিকদের ‘শ্যাডো গভমেন্ট’ বলে উল্লখ করেন।
তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের সবার। বিশ্ববিদ্যালয়ের ভাল ভাল ও উন্নয়নমূলক সংবাদ উপস্থাপন করে সবার সামনে ইতিবাচক ইমেজ তৈরী করতে হবে। এইক্ষেত্রে সাংবাদিকদের কোন বিকল্প নেই। ”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীন আখতার বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পন। বিশ্ববিদ্যালয়ের ভাল-মন্দ দিকগুলো তোমাদের মাধ্যমেই উঠে আসবে। আমাদের এ বিশ্ববিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিতে তোমাদের লেখনি শক্তিকে কাজে লাগাতে হবে”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, “আমরা সব সময় সাংবাদিক সমিতির পাশে আছি, ভবিষ্যতেও থাকব। তোমরা সাংবাদিকতায় বস্তুনিষ্ঠতাকে বেশি গুরুত্ব দিবে সাথে সাথে সংবাদের স্বচ্চতা বজায় রাখবে ”
এই সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র, নিয়াজ মোরশেদ রিপন, হেলাল উদ্দিন আহম্মদ। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নব নির্বাচিত কমিটির সভাপতি রহমান শোয়েব, সাধারণ সম্পাদক মাহমুদুর হাসান, সাবেক সহ-সভাপতি এম এ কাইয়ুম, বর্তমান কমিটির সহ সভাপতি ফাহিম হাসান, যুগ্ম সম্পাদক মুমিন মাসুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাইজিদ ইমন ও কার্যনির্বাহী সদস্য জয় দাশ সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
