ঢাকা: রাজধানীর গুলশানে যে বাসা থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ উচ্ছেদ হয়েছেন, তার সামনে গিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানে তিনি কয়েক মিনিট অবস্থান করেন।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাহউদ্দিন মিয়া বলেন, বুধবার রাত ৮টার দিকে বাড়িটির সামনে যান খালেদা জিয়া। বাড়ির সামনে ১০ মিনিট অবস্থান করেন খালেদা জিয়া। সেখানে তখনো ছিলেন ব্যারিস্টার মওদুদ। খালেদা জিয়া তাঁর সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ নেতাকর্মীরা।
সাবেক প্রধানমন্ত্রী এদিন বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাবের ইফতারে অংশ নেন। এখানে তিনি বলেন, অন্যায় আচরণ করে ব্যারিস্টার মওদুদ আহমদকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন বলেন, ক্ষমতাসীন দলের যারা বিভিন্ন বাড়ি দখল করে আছে তাদেরও জনগণ একসময় উচ্ছেদ করবে।
এর আগে দুপুরে গুলশান এভিনিউর ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) অভিযান শুরু করে। এতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়ালিউর রহমান নেতৃত্ব দেন। রাজউকের কর্মকর্তাদের পাশাপাশি বিপুলসংখ্যক পুলিশ সদস্য অভিযানে অংশ নেন। বাড়িটির পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
