চট্টগ্রামে ৯৮১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ২

চট্টগ্রাম: চট্টগ্রামে ৯৮১ বোতল ফেন্সিডিল এবং একটি মাইক্রোবাসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে সীতাকুন্ড থানার বড় দারোগার হাট বাজারের কাছ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ হারুন (২৯) ও মোর এরশাদ (২২)।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) আমিরুল্লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড় দারোগার হাট বাজারের কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি মাইক্রোবাস আটক করে র‌্যাব। সেখানে থাকা দুইজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাসটি তল্ল¬াশী করে ৯৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।