উন্নয়ন কর্মকান্ড তদারকিতে মেয়র নাছির

চট্টগ্রাম: যুক্তরাজ্যে সফর শেষে চট্টগ্রাম পৌছে বিমানবন্দর সড়কে নির্মিত তিনটি ব্রীজ এবং জলাবদ্ধতা নিরসনে নালা নির্মাণ ও প্যাচওয়ার্ক কাজ পরিদর্শন করেছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সপ্তাহব্যাপী যুক্তরাজ্য সফর শেষে শনিবার চট্টগ্রামে পৌছেন মেয়র।

জানা গেছে, সিমেন্ট ক্রসিং থেকে কর্ণফুলী নদী পর্যন্ত পুরো এলাকার জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে কর্ণফুলী ইপিজেডের দেওয়াল ঘেষে কর্ণফুলী নদী পর্যন্ত বৃহৎ আকারের নালা নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। নির্মাণাধীন নালা পরিদর্শনকালে মেয়র নালা নির্মাণ প্রকল্প দ্রুত সমাপ্ত করার জন্য প্রকৌশল বিভাগকে নির্দেশ দেন। তিনি নাগরিক দুর্ভোগ ও জলাবদ্ধতা নিরসনে যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত আছেন বলেও জানান।

বিমানবন্দর সড়কে নির্মিত ১৫নং ব্রীজ, ৯নং ব্রীজ ও রুবি সিমেন্ট এলাকার ব্রীজ অতিশীগ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে মেয়র ঘোষনা দেন।

এর আগে যুক্তরাজ্য সফর শেষে মেয়র চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছলে ভারপ্রাপ্ত মেয়র নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন সহ কাউন্সিলর, চসিকের উর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ মেয়রকে স্বাগত জানান।