রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে স্ত্রীর সঙ্গে অভিমান করেন হাফিজুর রহমান নামে এক বৃদ্ধ বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ জুন) দুপুরে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের গুচ্ছ গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত হাফিজুর রহমান (৬০) ওই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি একটি চায়ের দোকান চালাতেন।
স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করেন হাফিজ। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। বিকেল সাড়ে ৪টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, পারিবারিক কলহের জের ধরে স্ত্রীর সঙ্গে অভিমান করে হাফিজ নামে এক ব্যক্তি বিষপান করেছেন বলে শুনেছি। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালেই তার মৃত্যু হয়।