রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে দুটি রেস্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াজারহাট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদুল আলম।
দন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- আশরাফীয়া হোটেল এন্ড বিরিয়ানী হাউস ও আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম একুশে পত্রিকাকে বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ (৫৩) ধারা অনুযায়ী শাহ আশরাফীয়া হোটেল এন্ড বিরিয়ানী হাউসকে ছয় হাজার টাকা এবং আল মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে আট হাজার টাকা করে সর্বমোট চৌদ্দ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।