মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, নিহত ১

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে মন্দাকিনী খালে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার ভোররাত পৌনে তিনটার মাইজভান্ডারের দিকে যাওয়ার সময় নাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পীরজাদা আখতারুজ্জামানের (৫০) বাড়ি চট্টগ্রাম নগরীর দক্ষিণ কাট্টলীতে। আহতরা হলেন- হাসিনা বানু (৪৬), মিনহাজ উদ্দিন (২৪), মামুন (২৯) ও ইসমাইল (৪৬)।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে খালে গাড়িটি পড়ে গেলে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফটিকছড়ি, হাটহাজারী, বায়েজিদ ও আগ্রাবাদ স্টেশনের পাঁচটি গাড়ি উদ্ধারকাজ করে। আহত চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।