চট্টগ্রাম : নগরীর পতেঙ্গায় অভিযান চালিয়ে ২০টি চিংড়ির জাল ও ৮০০ কেজি ছোট ইলিশ জব্দ করেছে মৎস্য অধিদপ্তর।
রোববার (২৬ জুন) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী।
তিনি বলেন, পতেঙ্গায় সাগর ও তীর থেকে ২০টি চিংড়ি ধরার জাল ও ৮০০ কেজি ছোট ইলিশ জব্দ করা হয়। পরে জব্দ করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে সহযোগিতা করে বাংলাদেশ কোস্টগার্ড পতেঙ্গা জোন ও পতেঙ্গা মডেল থানা।