
ঢাকা : আগামী জুলাই মাসের শেষ দিকে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, শিশুদের জন্য টিকা জুলাইতে হাতে আসবে। আর মাসটির শেষের দিকে এই কার্যক্রম চালু করা যাবে।
বুধবার (২৯ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দেশে করোনাভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসার পর ফের হু হু করে বাড়ছে সংক্রমণ। এই অবস্থায় করোনার প্রকোপ রোধে স্বাস্থ্যবিধি মানাসহ ছয়টি নির্দেশনা জারি করেছে সরকার।
করোনা প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সরকার চিন্তিত কিনা এমন এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, ‘করোনা নিয়ে চিন্তিত, তবে শঙ্কিত নই। আমাদের প্রস্তুতি আছে।’
