বাঁশখালীতে ঝড়ে বিধ্বস্ত শতাধিক ঘর, নিহত ১

চট্টগ্রাম: বাঁশখালী উপজেলার বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার দিবাগত রাত ১টার দিকে বাহারছাড়া ইউনিয়নের রত্মপুর গ্রামে গাছ পড়ে মারা গেছে সাত বছরের এক শিশু।

নিহত এনায়েতুল হক ওই এলাকার কবির আহমদের ছেলে।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোঃ চাহেল তস্তরী এ তথ্য নিশ্চিত করেছেন।