দুদক কক্সবাজার কার্যালয়ে প্রথম মামলা, আসামি সার্ভেয়ার আতিকুর


কক্সবাজার প্রতিনিধি : ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ লাখ টাকাসহ আটক কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখার সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ মামলার মধ্য দিয়ে দুদক কক্সবাজার কার্যালয়ের মামলার সূচনা হলো।

এদিকে সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মামলার তদন্তকারী অফিসার ও দুদক কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে সোমবার দুপুরে এই আদেশ দেন কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল।

সার্ভেয়ার আতিকুর এখন কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুল ইসলাম বলেন, রবিবার বিকেলে দুর্নীতি দমন কমিশন সমন্বিত কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রিয়াজ উদ্দিন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলা নম্বর ১। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় মামলাটি রুজু করা হয়।

দুদকের কক্সবাজারের আই্নজীবি আবদুর রহিম বলেন, ১ জুলাই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের পর ২৩ লাখ ৬৩ হাজার ৯০০ টাকাসহ সার্ভেয়ার আতিককে কক্সবাজার সদর থানায় সোপর্দ করে জেলা প্রশাসন। সরকারি কর্মচারি বিধি মতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজের একটি অভিযোগ সাধারণ ডায়রি হিসেবে নথিভুক্ত করে দুর্নীতি দমন কমিশনকে অনুলিপি পাঠানো হয়েছে। নিয়ম মতে, দুদকই সার্ভেয়ার আতিকুর রহমানের ঘটনায় মামলা দায়ের করেন। সেই মামলাতেই সোমবার আতিককে শ্যোন এরেস্ট দেখানো হয়। এই মামলায় তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

অন্যদিকে আতিকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে উল্লেখ করে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আল আমিন পারভেজ বলেন, থানায় ফৌজদারি মামলার পাশাপাশি সার্ভেয়ার আতিকুর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে তা শুরু হয়েছে। তিনি কীভাবে, কোথা থেকে এতো টাকা পেলেন এবং তা ঢাকায় কেন নিয়ে গেছেন- সব বিষয় উদঘাটন করতে তদন্ত শুরু হয়েছে।